চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্বাস নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) আছদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান শুক্রবার (২৪ জানুয়ারি) মরহুম আবু সৈয়দের বড় ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়িতে নামাজ পরার উদ্দেশ্যে সঙ্গে উনার ম্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইকযোগে বাড়িতে যাচ্ছিলেন।
যাওয়ার পথে আছদআলী মাতব্বর পাড়ায় পৌঁছলে অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এ বিষয়ে রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরীকে ফোন করলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
টিএইচ